বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে গোলাগুলিতে মোহাম্মদ সুমন(৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে(ওসেক )আনা হলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মারুফ জানান, রাতের দিকে গুলশান পুলিশ প্লাজার সামনের রাস্তা দিয়ে ইন্টারনেট ব্যবসায়ী সুমন মিয়া হেটে যাওয়ার সময় ৫/৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত ওই ব্যক্তির বুকে পেটে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ১১ টার দিকে সুমন নামের ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
তিনি আরও জানান,নিহত ব্যক্তি রংপুরের মিঠাপুকুর এলাকার মাহফুজুর রহমানের ছেলে। বর্তমানে মহাখালীর টিভি গেট এলাকায় থাকেন। ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজবিএনএ/আজিজুল/এইচ.এম।