বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চাঁন্দগাও, পাঁচলাইশ, বায়োজিদ আংশিক) আসনের উপ নির্বাচনের বাকি আর মাত্র ৩৬ দিন। এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে ১৩ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সোমবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।
চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন- আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, চট্টগ্রাম মহানগরের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আশেক রসুল খান, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এস. এম. কফিল উদ্দিন, চট্টগ্রাম মহানগরের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সেলিনা খান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ টি এম আলী রিয়াজ খান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ জাহেদুল হক।
এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি জহুর চৌধুরী, চট্টগ্রাম মহানগরের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সুকুমার চৌধুরী, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মনছুর আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ২৭ এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।
উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপ-নির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য হন। গত ৫ ফেব্রুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হলে পুনরায় আসনটি শূন্য হয়।
বিএনএনিউজ/ বাবর মুনাফ