37 C
আবহাওয়া
৫:২০ অপরাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » হৃতিককে বিয়ে করতে চেয়েছিলেন শ্রদ্ধা কাপুর

হৃতিককে বিয়ে করতে চেয়েছিলেন শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা

বিনোদন ডেস্ক: অনেকদিন পর্দায় নেই, ফিরলেন প্রায় তিন বছর পর। সদ্য মুক্তি পাওয়া ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে এক অন্য রূপে হাজির হয়ে চমকে দিয়েছেন বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর। ইতিমধ্যেই ছবিটি বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।

নেট দুনিয়ায় শ্রদ্ধার জনপ্রিয়তা নজর কাড়ার মতো। জনপ্রিয়তায় ইতিমধ্যেই বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের টেক্কা দিয়েছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘অনুরাগীদের সব সময় আমার পাশে পেয়েছি। ছবি হিট হোক বা ফ্লপ, তারা আমাকে ছাড়েননি। তাই তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে। তাদের সব মন্তব্য মন দিয়ে পড়ি।’

হাজারো তরুণের ক্রাশ শ্রদ্ধা হলেও তার ক্রাশ কে এমন প্রশ্ন করতেই জানান, ছোটবেলা থেকেই হৃতিক রোশনের প্রতি তার ভয়ংকর রকমের ক্রাশ। তিনি বলেন, ‘হৃতিকের জন্য মরতেও রাজি ছিলাম। এমনকি আমি হৃতিককে বিয়ে করতে চেয়েছিলাম। আমার ঘরের দেয়ালজুড়ে তার পোস্টার লাগানো থাকত। আমার এসব পাগলামির কথা আমি হৃতিককে বলেছিলাম। ভিডিও করে তাকে সব দেখিয়েছিলাম। হৃতিক বলেছিল, আমাদের একসঙ্গে একটা সিনেমা করা উচিত। জানি না, সেই সুযোগ আমার জীবনে কবে আসবে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 16 


শিরোনাম বিএনএ