14 C
আবহাওয়া
১১:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ক্রিমিয়ার শিশু কিশোররা অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে!

ক্রিমিয়ার শিশু কিশোররা অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে!

youth army of Crimea

ক্রিমিয়ার ইয়ুথ আর্মি সদস্যরা
ক্রিমিয়ার ইয়ুথ আর্মি সদস্যরা

ক্রিমিয়ার ১৮শ টিনএজদের ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে পারে রাশিয়া! এমন তথ্য প্রকাশ করেছে ইউক্রেন সমর্থিত ক্রিমিয়ার একটি গ্রুপ। যাদের বয়স ১৭-১৮বছর। সূত্র: odessa-journal. এসব  শিশু কিশোরদের অস্ত্রের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠেছে। তবে এব্যাপারে নিশ্চিত কোন তথ্য প্রকাশ করা হয় নি। কোন স্বাধীন মিডিয়াও এর সত্যতা যাচাই করে নি।

স্বায়ত্তশাসিত রিপাবলিক অফ ক্রিমিয়ার প্রসিকিউটর অফিস এবং সেভাস্তোপল শহরের ফেসবুকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ান ফেডারেশনের নাবালক নাগরিকদের যুদ্ধে জড়িত করার সম্ভাবনা রয়েছে। রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার শিশুদেরকে বিশেষত “যুব বাহিনী” থেকে কিশোরদের একটি পূর্ণ মাত্রার যুদ্ধে প্রেরণ করা হতে পারে।ক্রিমিয়া দখলের বছরগুলিতে ইউনারমিয়া(Yunarmiya) আন্দোলনের সাথে জড়িত শিশুদের ইউক্রেনের বিরুদ্ধে কাজে লাগানোর খুব সম্ভবত একটি প্রক্রিয়া চালাচ্ছে রাশিয়া। তা না হলে সামরিক ইউনিফর্মে শিশুদের ছবি তোলার কোন প্রয়োজন নেই এ মুহুর্তে।

ক্রিমিয়ার ইয়ুথ আর্মি সদস্যরা
ক্রিমিয়ার ইয়ুথ আর্মি সদস্যরা

ফেসবুক প্রতিবেদনে বলা হয়, ️আমরা অস্থায়ীভাবে দখলকৃত ক্রিমিয়াতে ইউক্রেনের নাগরিকদের, বিশেষ করে কিশোরদের পিতামাতাদের যারা ” “জুনার্মি” আন্দোলনে”-এ জড়িত ছিল, ইউক্রেনে রাশিয়ার সামরিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ প্রতিরোধ করার আহ্বান জানাচ্ছি। শিশুদের “নিরস্ত্র” আন্দোলনে অংশগ্রহণ করতে দেবেন না! যুদ্ধে শিশুদের অংশগ্রহণ, যুদ্ধে তাদের সম্ভাব্য সম্পৃক্ততা সহ, তাদের জীবন এবং স্বাস্থ্যের জন্য একটি বাস্তব হুমকি! ইতোমধ্যে ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর অনেক ক্ষতি হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা বিভাগের মতে, ক্রিমিয়ান উপদ্বীপ থেকে ১৭-১৮ বছর বয়সী ১,৮০০ শিশু জড়িত থাকতে পারে যারা “Yunarmiya” আন্দোলনে। “Yunarmiya” রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি রাশিয়ান শিশু এবং যুব সামরিক সংস্থা, যা রাশিযার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নানাভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে।

ইউক্রেনের দাবি, রাশিয়ার আগ্রাসনে অংশ নেয়া রুশ সৈন্যদের প্রতি ১০জনের মধ্যে ৩জন ইতোমধ্যে ইউক্রেনে মারা পড়েছে অথবা বন্দী বা আহত হয়েছে।

বিএনএনিউজ২৪.কম,জিএন

Loading


শিরোনাম বিএনএ