বিএনএ,নোবিপ্রবি : চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই এমন স্লোগানে আজ রোববার( ২১ মার্চ) করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও বার্ষিক ম্যাগাজিন বিতরণ ইভেন্ট সম্পন্ন করেছে সেভ দ্য টুমরো ফাউন্ডেশন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি)শাখা।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, টং দোকান এবং অন্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক প্রদানের পাশাপাশি তাদের মাঝে সচেতনতা তৈরি করে সংগঠনটি।
ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন , প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর , ডেপুটি রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল, ড. আনিসুজ্জামান রিমন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মুহিনজ্জামান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরীফ ওবায়েদুল্লাহ্ , এবং সেভ দ্য টুমরো ফাউন্ডেশনের ঢাবি শাখার সভাপতি মাহির আরিফ উপস্থিত ছিলেন।
বিএনএ/শাফি