20 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » সংসদের আলোকসজ্জা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

সংসদের আলোকসজ্জা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

বিএনএ,ঢাকা : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের আলোকসজ্জা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২০ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে তিনি সেখানে যান।  তিনি নিজের মোবাইলে আলোকসজ্জার স্থিরচিত্র ধারণ ও ভিডিও করেন।এ সময় সংসদের উপবিভাগীয় প্রকৌশলী ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বেশ কয়েজন রাষ্ট্রপ্রধানও বাংলাদেশের এই আয়োজনে অংশ নিয়েছেন। এ উপলক্ষে বর্ণিলভাবে সাজানো হয়েছে রাজধানী ঢাকাকে।

 

নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, স্থাপনা, অফিস-আদালতে করা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। সন্ধ্যার পর লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে এলাকাগুলো।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ