19 C
আবহাওয়া
৯:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ফরিদপুরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

ফরিদপুরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

ফরিদপুরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

বিএনএ ফরিদপুর : ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরও ১০ যাত্রী।রোববার(২১ মার্চ )সকাল ৯টার দিকে মধুখালীর  ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

কানাইপুর হাইওয়ে পুলিশ  জানায়, মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝকান্দি নামক পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ মারা যান। আহত হন মাইক্রোবাসের আরও ১০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ ব্যক্তি।

ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ আরও জানায় ।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ