21 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বাবাকে বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন নোবিপ্রবি শিক্ষার্থীর

বাবাকে বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন নোবিপ্রবি শিক্ষার্থীর

নোবিপ্রবি

বিএনএ, নোবিপ্রবি : বাবার চিকিৎসার খরচ জোগাতে দেশের বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সোহেল রানা।

সোহেল রানা জানান, সম্প্রতি তার বাবার Squamous cell cancer ধরা পড়েছে। শিগগিরই অপারেশন করতে হবে। চিকিৎসার জন্য চার লক্ষ টাকার প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

সোহেল রানা বলেন, সবাই যদি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো আমার বাবার জীবন বেঁচে যাবে।সবাই যদি সাধ্যমতো সাহায্য করেন সৃষ্টিকর্তা চাইলে হয়তো আমি আমার বাবাকে পূর্বের মতো সুস্থ অবস্থায় ফিরে পাবো।

সোহেলের বাবাকে আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিজয় দেবনাথ- ১২ তম ব্যাচ -01709071807 (বিকাশ)
রকিবুল – ১২ তম ব্যাচ -01742-733761 (বিকাশ)
জুয়েল রানা-১৩ তম ব্যাচ-
013087483613 (রকেট)
01308748361 ( বিকাশ)

বিএনএ/ শাফি,ওজি 

Loading


শিরোনাম বিএনএ