18 C
আবহাওয়া
৭:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপি নেতা আলাল কারামুক্ত

বিএনপি নেতা আলাল কারামুক্ত


বিএনএ, ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে আলাল কাশিমপুর কারগার থেকে মুক্ত হন। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

তিন বছরের দণ্ড পাওয়া একটি মামলায় আপিল করে আলাল জামিন পান। গত রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাকে জামিনের আদেশ দেন।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে নাশকতার চার মামলায়ও এর আগে জামিন পান তিনি।

মোয়াজ্জেম হোসেন আলালকে গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ