40 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » গুগলের বরখাস্ত ৭ কর্মী নতুন কোম্পানী খুলছেন

গুগলের বরখাস্ত ৭ কর্মী নতুন কোম্পানী খুলছেন

গুগল

বিএনএ, বিশ্বডেস্ক : ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে গুগল। বরখাস্ত হওয়াদের একজন হেনরি ক্রিক। তিনি হতাশ না হননি।

হতাশ না হয়ে বরং গুগলের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ক্রিক। বরখাস্ত হওয়া আরও ছয়জন প্রাক্তন গুগলকর্মীকে সঙ্গে নিয়ে নতুন সংস্থা খুলতে যাচ্ছেন তিনি।

লিঙ্কডইন পোস্টে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিক। যা ভাইরাল হয়েছে। আগামী ছয় সপ্তাহের মধ্যে নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে যাচ্ছেন ক্রিক ও তার সহকর্মীরা।

লিঙ্কডইন পোস্টে ক্রিক জানিয়েছেন, গুগলের পক্ষ থেকে তাদের ৬০ দিন অর্থাৎ দুই মাসের নোটিশ দেওয়া হয়েছে। যার ৫২ দিন বাকি আছে। এই সময়ের মধ্যে নতুন কোম্পানি তৈরির কাজ শেষ করতে চান তারা। আত্মবিশ্বাসী ক্রিকের কথায়, ‘আমি সবসময় বিশ্বাস করেছি, কঠোর পরিশ্রম জীবনকে অনেকদূর নিয়ে যায়। যদিও সাম্প্রতিক ঘটনা (গুগল থেকে বরখাস্ত হওয়া) সেই বিশ্বাসে চির ধরায়। কিন্তু আমার অভিজ্ঞতা হলো, জীবনের চ্যালেঞ্জগুলো অনন্য সুযোগও তৈরি করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ