15 C
আবহাওয়া
৮:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » শেখ হাসিনা বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন-মিজানুর রহমান মজুমদার

শেখ হাসিনা বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন-মিজানুর রহমান মজুমদার

(বিএনএ) সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদার

ফেনী: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে ফেনীর ছাগলনাইয়া মহিলা কলেজের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে ছাগলনাইয়া মহিলা কলেজের আয়োজনে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন কলেজের সহ-সভাপতি, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদার।

কলেজের অধ্যক্ষ আবদুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রভাষক মুন্সি মঈনুল হোসেন নিশানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ছাগলনাইয়া এডুকেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মুন্সী এনামুল হক আজাদ,পরিচালক অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী ও পরিচালক ও সাবেক ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী প্রমূখ। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ছাগলনাইয়া মহিলা কলেজের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা
ছাগলনাইয়া মহিলা কলেজের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শেখ হাসিনা বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার বলেন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির জীবন  উৎসর্গের  ঘটনা বিশ্বে অনন্য এক ইতিহাস। বিশ্বজুড়ে ৩০ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। ব্যাপক চর্চার কারণে  আজ বিশ্বে বহুল ব্যবহৃত চতুর্থ ভাষা হিসেবে বাংলা ভাষা স্থান করে নিয়েছে।

আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার বলেন, বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বার বার কারাবরণ করেছেন। আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১শে ফেব্রুয়ারি ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি অর্জন করে। ফলে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

বিএনএনিউজ২৪,এবিএম নিজাম উদ্দিন, জিএন

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত