18 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home »  কুবিতে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন

 কুবিতে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন


বিএনএ, কুবি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবিরের নেতৃত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন সদস্যরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শিক্ষকগণ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের আঁকিয়েদের সংগঠন ‘বৃত্ত কুবি’ ও ২১’ ফেব্রুয়ারি উদযাপন কমিটির যৌথ অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন ধরনের আলপনা অংকন করা হয়।

বিএনএ/হাবিবুর রহমান /এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ