20 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » তুরস্ক ও সিরিয়া সীমান্তে আবারও ৬.৩ মাত্রার ভূমিকম্প

তুরস্ক ও সিরিয়া সীমান্তে আবারও ৬.৩ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে নিহত ৩৬ হাজার ছাড়িয়েছে

বিএনএ, বিশ্বডেস্ক : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।  সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। চলতি মাসের শুরুর দিকে (৬ ফেব্রুয়ারি) এই অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে যাতে ৪৬ হজারের ওপর মানুষের মৃত্যু হয়।

সোমবারের  ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ইতোমধ্যে বিধ্বস্ত তুরস্কের অন্যতম প্রদেশ হাতায়ে আঘাত হেনেছে। আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ