24 C
আবহাওয়া
২:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকায় ফিরতে পেরে খুশী, জানালেন হাথুরুসিংহে

ঢাকায় ফিরতে পেরে খুশী, জানালেন হাথুরুসিংহে


বিএনএ, স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ঢাকায় নেমেছেন হাথুরুসিংহ।  ফিরতে পেরে দারুণ খুশি বলেন জানান তিনি। সোমবার রাত সাড়ে ১০টার একটু পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হাথুরুসিংহে।

আনুষ্ঠানিকতা সেরে রাত পৌনে এগারোটার দিকে গাড়িতে উঠেন তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে জানান নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে হাথুরুসিংহে বলেন,  ‘ফিরতে পেরে আমি খুবই খুশি। আমি বাংলাদেশের মানুষদের পছন্দ করি, সেই কারণে আবার ফিরে এলাম।’

২২ ফেব্রুয়ারি থেকে মিরপুরে তামিম-মুশফিকদের অনুশীলন করাবেন হাথুরুসিংহে। ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে টাইগার ডেরায় দ্বিতীয় অধ্যায় শুরু হবে তার।

গত ৩১ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় দফায় টাইগারদের কোচ হিসেবে হাথুরুসিংহেকে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন। তার অধীনে টাইগাররা পেয়েছিল বেশকিছু বড় সাফল্য।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ