29 C
আবহাওয়া
৫:৩৪ অপরাহ্ণ - আগস্ট ১৪, ২০২৫
Bnanews24.com
Home » সর্বোচ্চ আদালতের রায় এখন বাংলায়: প্রধান বিচারপতি

সর্বোচ্চ আদালতের রায় এখন বাংলায়: প্রধান বিচারপতি


বিএনএ ডেস্ক, ঢাকা: সর্বোচ্চ আদালতে এখন বাংলায় রায় লেখা শুরু হয়েছে। এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে। এমন তথ্য জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

প্রধান বিচারপতি বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যাতে আদালতের রায় বুঝতে পারে, সে জন্য ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সফটওয়্যারটি দিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

প্রসঙ্গত, দেশের অধস্তন আদালতে বেশির ভাগ রায় ও আদেশ বাংলায় হলেও এখন সর্বোচ্চ আদালতে‌ও বাংলায় রায় দেওয়ার নজীর বাড়ছে। হাইকোর্ট বিভাগের অন্তত দুজন বিচারপতি নিয়মিত বাংলায় রায় ও আদেশ দেন। এর বাইরে কয়েকজন বিচারপতি বাংলায় নিয়মিত আদেশ দিচ্ছেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ