19 C
আবহাওয়া
৩:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » একুশে প্রথম প্রহরে ইবিতে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

একুশে প্রথম প্রহরে ইবিতে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি


বিএনএ, ইবি: যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান। এরপর স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, হল, অনুষদ, বিভাগ, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক এবং ইবি রিপোর্টার্স ইউনিটি’সহ অনান্য সাংবাদিক সংগঠন।

এছাড়া সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করণ এবং কালো পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হলসমূহ। এর আগে, ২০ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনএ/তারিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ