বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘প্রশাসনের প্রহসন মানি না মানবো না’, ‘একদফা একদাবি, আজকে হল খুলে দিবি’, ‘শিক্ষকরা ভিতরে, আমরা কেন বাহিরে?’, ‘লাথি মার ভাঙরে তালা, খুলে ফেল হলের তালা’ সহ নানা শ্লোগান দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে সরকারি সিদ্ধান্তের বাইরে তো কিছু করা যাচ্ছে না। কাল রাতে শিক্ষামন্ত্রী মহোদয় সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে কথা বলেছেন, উনি সিন্ধান্ত জানাবেন। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিএনএনিউজ/তারিকুল,মনির