22 C
আবহাওয়া
১০:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রাশ্মিকার সঙ্গে বিয়ের প্রসঙ্গে যা বললেন বিজয়

রাশ্মিকার সঙ্গে বিয়ের প্রসঙ্গে যা বললেন বিজয়

রাশ্মিকা

বিনোদন ডেস্ক: প্রেম, ডেটিং ও বিয়ের প্রসঙ্গে নিয়মিত আলোচনায় থাকেন দক্ষিণের জনপ্রিয় পাওয়ার কাপল বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মন্দানা। গুঞ্জন ছিল এই ফেব্রুয়ারিতেই বাগদান সেরে ফেলবেন দক্ষিণের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা। অনুরাগীরাও অপেক্ষায় ছিলেন সেই মুহূর্তের। তবে হঠাৎ করেই নতুন খবর শোনা যায় যে বর্তমানে একসঙ্গেই বসবাস করছেন দুজন।

আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। এমন হাজারও জল্পনা-কল্পনার মধ্যে এবার রাশ্মিকার প্রসঙ্গে মুখ খুললেন বিজয়।
লাইফস্টাইল এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশ্মিকার সঙ্গে বাগদানের গুঞ্জন নিয়ে কথা বলেছেন দক্ষিণী তারকা। অভিনেতা সাফ জানিয়েছেন, ফেব্রুয়ারিতে তিনি বিয়ে বা বাগদান কোনোটাই করছেন না।

বিজয় বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে বাগদান বা বিয়ে করছি না। মনে হচ্ছে মিডিয়া প্রতি দুই বছর অন্তর আমাকে বিয়ে দিতে চায়। প্রতিবছর এই গুজব শুনি। তারা শুধু আমাকে ধরে বিয়ে করানোর অপেক্ষায় ঘুরে বেড়াচ্ছে।’

কিছুদিন আগে নিউজ ১৮ তেলুগুর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা ফেব্রুয়ারিতে বাগদান করতে যাচ্ছেন। দুই তারকার বাগদানের বিষয়ে যদিও আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি, তবে হিন্দুস্তান টাইমসের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, এই জুটি ফেব্রুয়ারিতে বা শিগগিরই বাগদান করবেন না। তাঁদের ঘনিষ্ঠ একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, ‘তারা একসাথে বসবাস করছে। তাদের সম্পর্ক যেমন চলছে তাতে উভয়ে খুশি এবং সন্তুষ্ট।’

এর আগে ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে উঠে আসে, এই জুটি শিগগিরই বিয়েবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বাগদান সারতে পারেন তাঁরা। তবে সব কিছুই হবে খুব গোপনে। একান্ত কাছের কিছু মানুষকে নিয়ে। তার পরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে অনুরাগীদের জন্য। তবে সেসব গুঞ্জন তাহলে শেষ পর্যন্ত গুঞ্জন হয়েই থেকে যাচ্ছে। যদিও এই জুটির বিয়ের ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে উভয়ের ভক্ত-অনুরাগীরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ