26 C
আবহাওয়া
১০:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » আইসিইউতেই লতা মঙ্গেশকর

আইসিইউতেই লতা মঙ্গেশকর

লতা

বিএনএ বিনোদন ডেস্ক: প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে হাসপাতালের আইসিইউতেই চিকিৎসা নিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, করোনার পাশাপাশি নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়েছেন লতা। বুধবার তার চিকিৎসক প্রতীত সামদানি বলেন, ‘তিনি এখনও আইসিইউতেই আছেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তার জন্য প্রার্থনা করুন।’

গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা পজিটিভ আসে। তার সামান্য করোনা উপসর্গ ছিল। বয়স হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি এই কিংবদন্তি সংগীতশিল্পী। এরপর তার নিউমোনিয়াও ধরা পড়ে। তাই আর ঝুঁকি নেননি চিকিৎসকরা। সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য তাকে আইসিইউতে নেওয়া হয়।

লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুশা শ্রীনিবাসন আইয়ার ভারতীয় গণমাধ্যমকে বলেন, লতাদির শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। চিকিত্সকরা অনুমতি দিলে তবেই হাসপাতাল ছাড়বেন।

এর আগে লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার খবর বেরিয়েছিল। সেটি গুজব বলে উড়িয়ে দেন তিনি। এদিকে বোনের দ্রুত আরোগ্য কামনা করে বাড়িতে পূজার আয়োজন করেছিলেন সংগীতশিল্পী আশা ভোসলে। তিনি বলেন, ‘লতা দিদি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য আমরা পরিবারের সদস্যরা প্রার্থনা করছি।’

সাত দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন। কিন্তু তার সংগীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দেয় বিশ্বসংগীতের দরবারে। ৯২ বছর বয়সী এই শিল্পী নানা ভাষায়, নানা ভাষার ছবিতে গান করেছেন। গেয়েছেন বাংলায়ও। সংগীতজীবনে ৩০ হাজারের বেশি গান করেছেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ