বিএনএ ক্রীড়া ডেস্ক: দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অতিমাত্রায় বাড়ছে। এর মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। শুক্রবার (২১ জানুয়ারি) মাঠে গড়াবে ৬ দলের এই টুর্নামেন্ট।
উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টোডিয়ামেশুরু হবে ম্যাচটি।
দুই দলের ওপেনিং কান্ডারি দুই ক্যারাবিয়ান। চট্টগ্রামের হয়ে খেলবেন ‘দ্বিতীয় গেইল’খ্যাত কেনার লুইস আর বরিশালের হয়ে প্রথম ও প্রকৃত ক্রিস্টোফার হেনরি গেইল।
তবে প্রথম ম্যাচে গেইলের সার্ভিস পাচ্ছে না তার দল। ফলে একাদশে দেখা যেতে পারে ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০তে ঝড় তোলা মুনিম শাহরিয়ারকে। আছেন বিপিএলের গত আসরের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তও। তবে চট্টগ্রামের ভরসা তারুণ্যে। সাব্বির, আফিফ, শামিম, ওয়ালটনের মতো পরীক্ষিত ক্রিকেটাররা যেকোনো সময় ম্যাচের গতি পথ পাল্টে দিতে পারেন।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহর মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হবে মুশফিকের খুলনা টাইগার্স। সৌম্য সরকারকে নিয়ে অনিশ্চয়তায় থাকা টপ অর্ডার নিয়ে ভুগতে পারে খুলনা। ওপেনিংয়ে দেখা যেতে পারে রনি তালুকদারকে। লঙ্কান ক্রিকেটাররা না আসায় এমনিতেই সংকটে আছে খুলনা। তবে মিডল-লোয়ার অর্ডার আর অলরাউন্ডাররাই তাদের ভরসা। ঢাকার হয়ে ম্যাশের খেলা অনিশ্চিত। তবে খেলবেন তামিম, মাহমুদউল্লাহ, রাসেল, নাজিবুল্লাহ, রুবেলরা।
বিএনএনিউজ/আরকেসি