বিএনএ, ঢাকা : রাজধানীর চকবাজারে ভেজাল ও নকল প্রসাধনী উৎপাদন, মজুদ এবং বাজারজাত করায় ১৯ প্রতিষ্ঠানকে ৫২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাব- ১০ এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্ব চকবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় অনুমোদনহীন ভেজাল এবং নিম্নমানের কসমেটিক্স, মেয়াদহীন ফুড আইটেম উৎপাদন, মজুদ ও বাজারজাত করায় ১৯ প্রতিষ্ঠানকে নগদ ৫২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। এ সময় ৮টি গোডাউন সিলগালাসহ প্রায় ৫০ লাখ টাকার নকল ও নিম্নমানের প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এনায়েত কবির সোয়েব বলেন, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও নিম্নমানের কসমেটিক্স, মেয়াদহীন ফুড আইটেম উৎপাদন, মজুদ ও বাজারজাত করছিলেন।
বিএনএ/এসকে, ওজি