26 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সার্জেন্টের ওপর হামলাকারী যুবক গ্রেফতার

সার্জেন্টের ওপর হামলাকারী যুবক গ্রেফতার

সার্জেন্টের ওপর হামলাকারী যুবক গ্রেফতার

বিএনএ,ঢাকা: মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় রাজশাহী নগরীতে ট্রাফিক সার্জেন্টের ওপর হামলাকারী যুবক বেলাল হোসেনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।বাসে করে পালানোর সময় বুধবার(২০ জানুয়ারি) মধ্যরাতে নাটোর মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।বেলাল রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকামৃত শামসুল হকের ছেলে।সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন,এটি ব্যতিক্রম একটি ঘটনা, তবে অস্বাভাবিক ব্যাপার।সে পলাতক অবস্থায় ছিল।তাকে গ্রেফতারের জন্য আরএমপির বোয়ালিয়া জোনের উপ-কমিশনারের নেতৃত্বে একটা টিম গঠন করা হয়েছিল। সেই টিম বেলালকে গ্রেফতার করেছে।

পুলিশ কমিশনার আরও বলেন,কর্মকর্তাকে সরকারি কাজে বাধা প্রদান এবং তাকে মেরে ফেলার চেষ্টা করায় মামলা দায়ের করা হয়েছে।যেসব ধারা কাভার করে সেসব ধারায় মামলা করা হয়েছে।অতীতে আসামি কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে কি না সেটাও দেখা হবে।তার সমস্ত কিছু খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরএমপির বোয়ালিয়া জোনের উপ-কমিশনার (ডিসি) সাজাদ হোসেন,শাহমখদুম জোনের ডিসি মুহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত উপ-কমিশনার ও মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার নগরীর বহরমপুর এলাকার সিটি বাইপাস মোড়ে ট্রাফিক সার্জেন্ট বিপুল ভট্টাচার্য দায়িত্ব পালন করছিলেন।সে সময় হেলমেট ছাড়া একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন বেলাল।সার্জেন্ট বিপুল তার কাগজপত্র দেখতে চান এবং হেলমেট না থাকার কারণে মামলা লিখতে শুরু করলে সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বেলাল। হঠাৎ পার্শ্ববর্তী ফার্নিচারের দোকান থেকে চেলাকাঠ নিয়ে এসে তার ওপর হামলা চালায়। এতে সার্জেন্ট বিপুল গুরুতর আহত হন। এ নিয়ে মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় মামলা করেন সার্জেন্ট বিপুল।

বিএনএনিউজ/এ এস ফাত্তাহ,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ