বিএনএ ডেস্ক : রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ার একটি আবাসিক হোটেল থেকে আরাফাত ইসলাম (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হোটেল আর ইসলাম (আবাসিক) থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ভোরে ওই আবাসিক হোটেলের পঞ্চম তলার ৪১১ নম্বর রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় রডের এঙ্গেলের সঙ্গে বিছানার চাদরের টুকরো পেঁচিয়ে ফাঁস লাগানো ওই যুবক ঝুলছে । সেখান থেকে মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আরাফাত ইসলাম প্রবাসী ছিলেন।তবে দেশে আসার পর বেকার ছিলেন। একদিন আগে ওই যুবক আবাসিক হোটেলের ওই রুমে ভাড়া উঠেন।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে। আরাফাতের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার যাদুচর গ্রামে। তার বাবার নাম জয়নাল আবেদীন মুন্সী। খিলগাঁও দক্ষিণ গোড়ান ছাপড়া মসজিদ সংলগ্ন বাসায় থাকতেন তিনি। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিএনএ/ আজিজুল, ওজি