24 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ১১শ’ মৃত্যু,আক্রান্ত সোয়া দুই লাখ(২০ ডিসেম্বর)

করোনায় আরও ১১শ’ মৃত্যু,আক্রান্ত সোয়া দুই লাখ(২০ ডিসেম্বর)


বিএনএ,বিশ্বডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও  এক হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে আর সংক্রমিত হয়েছেন দুই লাখ ৩২ হাজার ৯৮৭ জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৭২ হাজার ৩৩৫ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৬২২ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। শনাক্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে একদিনে আরও ৭০ হাজার ৯২১ জন শনাক্ত ও মারা গেছেন ১৮০ জন।

দৈনিক মৃত্যুতে জাপানের পরেই রয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৮ হাজার ২১৩ জন।

শনাক্তের দিক থেকে তালিকার পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৫৭৯ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৪১ জন। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৯৩ জন।

থাইল্যান্ডে একদিনে ১১৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪১৯ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ