14 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে দুই দিনের হরতাল ঘোষণা

রাঙ্গামাটিতে দুই দিনের হরতাল ঘোষণা


বিএনএ, রাঙ্গামাটি : রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় অপহৃত ছাত্রলীগ নেতা সালাউদ্দীনের (৩৫) সন্ধানের দাবিতে দুই দিনের হরতালের কর্মসূচি ঘোষণা করেছেন বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটি। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২০ ও ২১ ডিসেম্বর (২ দিন) সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা দেন সংগঠনটি।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর রাজস্থলীর ঘিলাছড়ি ইউনিয়নের আমতলি নামক স্থান হতে ছাত্রলীগ নেতা সালাউদ্দিন অপহরণ হয়। অপহরণের পর সালাউদ্দিনের পরিবার রাজস্থলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। অপহরণের ১৫ দিন হলেও এখনো সন্ধান মিলেনি ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের। তাই তার সন্ধানের দাবিতে মঙ্গলবার ও বুধবার হরতালের ডাক দিয়েছেন বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটি।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, হরতাল চলাকালীন প্রশাসনের যানবাহন, এ্যাম্বুলেন্স, ওষুধ সরবরাহ ও পরীক্ষার্থীর গাড়ি চলাচল করতে পারবে।

সালাউদ্দিনের পরিবারের দাবি, এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) জড়িত। কারণ আমতলী এলাকাটি জেএসএস এর ঘাঁটি হিসেবে পরিচিত। তারা দ্রুত সালাউদ্দিনের সন্ধান চান। এদিকে সালাউদ্দিনের সন্ধানের দাবিতে রবিবার (১৮ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয়রা।

এ ব্যাপারে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অপহৃত সালাউদ্দিন কে উদ্ধারের দাবিতে বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটি দুই দিন হরতালের ডাক দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সজাগ থাকবে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ