25 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » হাছনদন্ডী আলোর মুখ সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

হাছনদন্ডী আলোর মুখ সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

চট্টগ্রামের দোহাজারী হাছনদন্ডী আলোর মুখ

হাছনদন্ডী আলোর মুখ সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চট্টগ্রামের দোহাজারী হাছনদন্ডী আলোর মুখ সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন (সোমবার) ২০ ডিসেম্বর সংগঠনের সভাপতি ফয়সাল মাহমুদ অভির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোর মুখ সংগঠনের পরিচালক মোঃ আবদুল্লাহ আল নোমান জিহাদের তত্ত্বাবধানে ও মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চন্দনাইশ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, আলহাজ্ব কাজী শাহ মৌলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকী।

চট্টগ্রাম পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, হাছনদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি রায়হান মোঃ দস্তগীর, বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সদস্য মোঃ আজমগীর কবির, বরকল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রুবেল, আলোডন সমবায় সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গির, মাষ্টার বাড়ী সমাজ কল্যাণ সমিতির সভাপতি, আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফুল আলম ফরহাদ, চন্দনাইশ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান হৃদয়।

বক্তব্য রাখেন, সাতবাড়ীয়া ‘রংধনু’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক নীলকথার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ হামিদুর রহমান সাকিল, রংধনু সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আরমান তালুকদার, আলোর মুখ সংগঠনের সাধারণ সম্পাদক মো, তানভীরুল ইসলাম সায়েম, সহ-সভাপতি মোঃ আবিদ, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ আজাদ।

আরও পড়ুন : নিজেদের কাজকে রেটিং সিস্টেমে নিয়ে এসে কাজ করতে পারি। ফাইভ স্টার রেটিং হলে, আমাদের ফাইভ স্টারই পেতে চেষ্টা করতে হবে।

আলোর মুখ সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, রংধনু সংগঠনের সাধারণ সম্পাদক, মো. আসিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক, মোঃ হামিদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মোহাম্মদ হামিদুর রহমান সাকিল।

Loading


শিরোনাম বিএনএ