21 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দেশে করোনায় প্রাণ গেল আরও ২ জনের

দেশে করোনায় প্রাণ গেল আরও ২ জনের

করোনা, দেশে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

বিএনএ ঢাকা: মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনই পুরুষ। তাদের একজন ঢাকা ও অপরজন রংপুর বিভাগের। এ নিয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ৫০ জনের মৃত্যু হলো।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছেন আরও ২৩৬ জন। এদের মধ্যে সুস্থ হলেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।

সোমবার ( ২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৮৬ হাজার ২৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ