16 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট

নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট

নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট

বিএনএ,বিশ্ব ডেস্ক: প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পরামর্শে নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভাণ্ডারী।রোববার(২০ ডিসেম্বর)মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।

নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে,২০২২ সালে দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।কিন্তু প্রেসিডেন্ট ভান্ডারী রোববার ঘোষণা করেছেন যে, জাতীয় নির্বাচন ২০২১ সালের ৩০ এপ্রিল থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।করোনা ভাইরাস, দেশের অর্থনীতি সংক্রান্ত বেশ কিছু ইস্যুতে নেপালের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছে।সরকার এই বিষয়গুলো সামাল দিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে ক্রমাগত চাপ বাড়িয়েছে বিরোধীরা। এর ওপর আবার দলের ভেতরেও প্রধানমন্ত্রী ওলির ভূমিকা নিয়ে চাপা ক্ষোভ তৈরি হচ্ছিল। শেষ পর্যন্ত সরকার ভেঙে দেয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই।

নেপাল সংবিধান বিষেশজ্ঞদের মতে, পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাব অসাংবিধানিক।নেপাল সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ সরকার প্রধানমন্ত্রী ভেঙে দিতে পারেন না।পরিস্থিতি বিবেচনা করে জরুরি বৈঠকের ডাক দিয়েছে নেপালের বিরোধী দল নেপাল কংগ্রেস।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ