বিশ্ব ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের জমির পাশেই অযোধ্যায় নির্মাণ করতে যাচ্ছে নতুন মসজিদ কমপ্লেক্স। দেশটির সুপ্রিম কোর্টের আদেশের পরে প্রদত্ত ৫ একর জমির উপর মসজিদ কমপ্লেক্স নির্মাণের সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে।
ইতোপূর্বে ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের জমির নিকটে এই মসজিদ কমপ্লেক্সটিতে মসজিদ ও গবেষণা ইনস্টিটিউট ছাড়াও মসজিদের ভিতর একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পাবলিক রেস্তোঁরা এবং একটি আধুনিক গ্রন্থাগার তৈরির পরিকল্পনা রয়েছে।
রোববার(২০ডিসেম্বর) বহুমুখীভাবে নির্মিত মসজিদের নকশা প্রকাশ করা হয়েছে। ফাউন্ডেশনের সকল সদস্যের সঙ্গে স্থপতিরাও ধনিপুরে প্রস্তাবিত মসজিদের নকশা প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন। সভায় মসজিদ নির্মাণ, হাসপাতাল, গবেষণা কেন্দ্র, কমিউনিটি কিচেন এবং যাদুঘর ইত্যাদির নকশাকেও অনুমোদন দেয়া হয়।