14 C
আবহাওয়া
৯:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » চারদিন পর আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

চারদিন পর আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

চারদিন পর আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

বিএনএ, মানিকগঞ্জ: আরিচা-কাজীরহাট নৌরুটে নাব্যতা সংকটের কারণে চারদিন ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে কয়েকটি ফেরি যানবাহন বোঝাই করে কাজীরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েক শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষমান রয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হয় ঘাটে পার হতে আসা যাত্রী ও চালকদের। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে  ট্রাক চালকদের মাঝে।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, নৌরুটের চ্যানেলে বালু-মাটি জমে ডুবো চরের সৃষ্টি হয়। এতে ফেরি চলাচলের সময় ফেরির তলা আটকে যাচ্ছিল। একারণে বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ড্রেজিংয়ের মাধ্যমে বালু অপসারণ করে আজ দুপুরের দিকে ধানসিঁড়ি, শাহ আলী, খানজাহান আলী ফেরি পণ্যবাহী ট্রাক বোঝাই করে কাজীরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ কয়দিন ফেরি বন্ধ থাকার কারণে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েক শতাধিক যানবাহন আটকে থাকে।

ঘাটে পার হতে আসা কয়েকজন ট্রাক চালক জানান, ‘বিআইডব্লিউটিএ ড্রেজিয়ের নামে কি করে? বালু অপসারণ করতে এতো সময় লাগার কথা না। কয়েক দিন পর পরই ফেরি বন্ধ হচ্ছে। তাহলে তাদের কাজটা কি? এই চারদিন ঘাটে অপেক্ষা করার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তার পরও স্বস্তি লাগছে আজ ফেরিতে উঠতে পারছি।’

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ