16 C
আবহাওয়া
১২:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা আমীরের শপথ অনুষ্ঠান সম্পন্ন

জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা আমীরের শপথ অনুষ্ঠান সম্পন্ন

জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা আমীরের শপথ অনুষ্ঠান সম্পন্ন

বিএনএ মীরসরাই (চট্টগ্রাম): বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সংগঠন। এটি এমন একটি সংগঠন, যার মজলিসে শূরা, কর্মপরিষদ সদস্য, থানা-উপজেলা, জেলা, এবং কেন্দ্রসহ সকল স্তরে আমীর নির্বাচিত হয় সকল স্তরের রুকনদের প্রত্যক্ষ ভোটে। এখানে পদ-পদবীর জন্য কোন প্রকার দলাদলি, লবিং, তদবির করা হয়না। এখানে  ঘুষ, দূর্নীতি লবিংয়ের মাধ্যমে যেমন দায়িত্বশীল চেয়ার পাওয়া যায় না, ঠিক তেমনি দায়িত্ব চলে আসার পর পিছু হটারও সুযোগ নেই। মীরসরাই উপজেলার জামায়াতে ইসলামীর আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এশার নামাজের পর জামে আন্ নূর মসজিদ সংলগ্ন জামায়াতের উপজেলা অফিসে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার অফিস সম্পাদক শফিকুল আলম শিকদারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা জাফর উদ্দীন। শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি উত্তর জেলা তালিমুল কুরআন বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের পর নব-নির্বাচিত উপজেলা জামায়াতের আমিরকে শপথ বাক্য পাঠ করান উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলার নব-নির্বাচিত সেক্রেটারি আব্দুল জব্বার, উত্তর জেলা সমাজসেবা ও পেশাজীবি সভাপতি ইঞ্জিনিয়ার বোরহান, আইন ও শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন আজাদ প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার মহিলা ও পুরুষ রুকনদের প্রত্যক্ষ অংশগ্রহণে উক্ত শপথ অনুষ্ঠানে উপজেলা শূরা নির্বাচন পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার বোরহান।

এ সময় অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে দায়িত্বশীল নেতা-কর্মীদের প্রতি আত্মগঠন ও পরিবার গঠনের প্রতি বিশেষ জোর দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রত্যেককে তার আগামী এক বছরের কর্মপরিকল্পনা এমনভাবে তৈরি করার দিকনির্দেশনা দেন, যেন তাতে দক্ষ ও শপথবদ্ধ জনশক্তি অন্তত দ্বিগুণ করা যায়।

পরিশেষে নব-নির্বাচিত আমীর মাওলানা নূরুল কবীরের দেশ ও জাতির কল্যাণে কাজ করার তওফিক চেয়ে দোয়া পরিচালনার মাধ্যমে শপথ অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ