23 C
আবহাওয়া
৮:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ডেমরায় পরিত্যক্ত বাড়ি থেকে ১৫ ককটেল উদ্ধার

ডেমরায় পরিত্যক্ত বাড়ি থেকে ১৫ ককটেল উদ্ধার

যুবলীগের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ

বিএনএ, ঢাকা : রাজধানীর ডেমরায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১৫টি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাতে ডেমরার খাঁননগর এলাকার ওই পরিত্যক্ত বাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম হোসেন।

তিনি বলেন, নাশকতার জন্য বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। এছাড়া ওই বাড়িটিতে তল্লাশি করে এখন পর্যন্ত ১৫ টি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ