18 C
আবহাওয়া
৩:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১


বিএনএ, ঢাকা : রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসের কাছে একটি ককটেল বিস্ফোরণে রিয়াদুল রশিদ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন । তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে আওয়ামী লীগ অফিসের প্রবেশ পথে সড়কে এ ঘটনা ঘটে।

আহত রিয়াদুল জানান, তিনি পল্টন ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য। ঘটনার সময় তিনি আওয়ামী লীগ অফিসের সামনে রাস্তা দিয়ে প্রধান সড়কের দিকে গেলে সোনালী ব্যাংক সামনের রাস্তায় পৌঁছানোর সঙ্গে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে আমার হাতে ও পায়ে স্প্লিন্টের আঘাত লাগে। পরে পরিচিতরা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, এ ঘটনায় ঘটনাস্থলে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ