বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মো. রিহাদ (২৪) নামে র্যাব পরিচয়ধারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর) চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে র্যাব’র একটি ভূয়া আইডিকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার রিয়াদ বি-বাড়িয়া সদর মোড়াল এলাকার মো. ওয়াকিল রিপনের ছেলে।
র্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট টু কালুরঘাট রাস্তার উপর জনৈক ব্যক্তি ভূয়া র্যাব পরিচয় দিয়ে প্রতারণা মূলকভাবে বিভিন্ন রকম অর্থনৈতিক সুবিধা গ্রহণ করছে। এ তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া র্যাব পরিচয়ধারী আসামি মো. রিহাদকে গ্রেপ্তার করা হয়।
তার দেহ তল্লাশী করে র্যাব’র একটি একটি ভূয়া আইডিকার্ড জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান এই র্যাব কর্মকর্ত।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
বিএনএনিউজ২৪.কম/আমিন