25 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » টিকা দেয়ার কারণে করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

টিকা দেয়ার কারণে করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

টিকা দেয়ার কারণে করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ মানিকগঞ্জ: যাদের টিকা দেয়ার কথা ছিল, তাদের অনেকেই টিকা পেয়ে গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ইতোমধ্যে নয় কোটি ডোজ টিকা দেয়া হয়েছে-জানিয়ে তিনি বলেন, আগামি জানুয়ারির মধ্যে আরও ছয় কোটি ডোজ দেয়া হবে।

শনিবার (২০ নভেম্বর) মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাহিদ মালেক।

সে সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ১৫ কোটি টিকা দেয়া হলে দেশের সাড়ে সাত কোটি মানুষ দুই ডোজ করে টিকা পেয়ে যাবেন। দেশে মোট ১৩ কোটি মানুষকে টিকা দেয়া হবে। এরমধ্যে এক কোটি মানুষ দেশের বাইরে রয়েছেন। ১২ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে।

মন্ত্রী বলেন, টিকা দেয়ার কারণে বাংলাদেশে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। মৃত্যুর সংখ্যা এখন সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। সংক্রমণের হারও কমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইনে দেশের অবস্থা ভালো আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতির চাকা সচল আছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। খেলাধুলা চলছে,  মানুষ দেশে-বিদেশে যাওয়া-আসা করছে। টিকা দেয়ার কারণে মানুষ আর করোনা নিয়ে আগের মতো ভয় পায় না। তবে করোনাকে অবহেলা করা যাবে না। করোনা এখনও চলে যায়নি। সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন জাহিদ মালেক।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ