বিএনএ, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। তিনি যদি বিনা কারণেও আমাকে ফাঁসির দঁড়িতে ঝুলতে বলেন তাতেও আমি রাজি আছি এবং এতেও আমার কোন দ্বিমত নেই। আমার অস্তিত্বে ‘প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু’।
শনিবার( ২০ নভেম্বর) দুপুরে মেয়রের বাস ভবন থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, কোন মানুষই ভূলের বাহিরে থাকে না। তাই আমি মনে করি, কাজ করতে গিয়ে কোন ভূল করে থাকতে পারি কিন্তু আমি কোন অন্যায় বা পাপ কাজের সঙ্গে জড়িত নয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
জাহাঙ্গীরকে বহিষ্কারের পর গত শুক্রবার রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে নিজের মনগড়া বক্তব্য দিয়ে জাহাঙ্গীর যে অপরাধ করেছেন, ওই অপরাধের শাস্তি তিনি পেয়েছেন। এতে আওয়ামী পরিবার, সারা দেশের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক খুশি। গাজীপুরের মানুষ এ সিদ্ধান্তে উল্লসিত। কারণ তাদের অন্তরে জ্বালা ছিল
বিএনএ/ এম. এস. রুকন ,ওজি