বিএনএ, নাটোর : চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া ১২০টি বক। শনিবার (২০ নভেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বিলে পরিবেশকর্মীরা এ অভিযান পরিচালনা করে এসব পাখি উদ্ধার করেন।
গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা উপজেলার খুবজিপুর ইউনিয়নের আটটি বিলে অভিযান পরিচালনা করে প্রায় ১২টি পাখি শিকার করা ফাঁদ ধ্বংস করেন। এসময় শিকারীদের ফাঁদ থেকে ১২টি শিকারী বক ও খাঁচাবন্দি ১০৮টি বুনো বক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাখিগুলো স্থানীয় এলাকাবাসীদের নিয়ে মুক্ত আকাশে অবমুক্ত করেন পরিবেশকর্মী।
গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলায় এ মৌসুমে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার অতিথি পাখি আসে। পাখি শিকার বন্ধে প্রতিটি এলাকায় অভিযান পরিচালনাসহ প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিএনএনিউজ/এইচ.এম।