25 C
আবহাওয়া
৬:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আরও ১০ জন আক্রান্ত

চট্টগ্রামে করোনায় আরও ১০ জন আক্রান্ত


বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৬ জন ও উপজেলায় ৪ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৩৪৭ জন। তবে, এসময় করোনায় কারও মৃত্যু হয়নি। শনিবার (২০ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এতে চট্টগ্রামে মোট আক্রান্ত ১ লাখ ২ হাজার ৩৪৭ জনের মধ্যে নগরে ৭৪ হাজার ৪৮ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৯৯ জন। করোনায় মারা যাওয়া ১ হাজার ৩৩০ জনের মধ্যে নগরে ৭২৩ জন এবং উপজেলায় ৬০৭ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই বছরের ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ