14 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২

মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২

মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত হয়েছে দুইজন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজার ও জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খইয়াছড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (৪৫) ও দুর্গাপুর ইউনিয়নের মোটরসাইকেল আরোহী ফুটন চৌধুরী (৩৫)। দিদার সৈদালী এলাকার কাউমিঝি বাড়ির আবু তাহেরের ছেলে ও ফুটন দুর্গাপুর হাজীশ্বরাই এলাকার বাসিন্দা। পেশায় সে একজন পাইপ ফিটিংসের মিস্ত্রি। আহতরা হলেন মিরাজ উদ্দিন ও সাইফুল ইসলাম। তারা খইয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টায় বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে দিদারুল আলমসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাকে বড়তাকিয়া বাজারের রেডিয়েন্স হাসপাতালে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দিদারুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) সকাল ৮টায় তার মৃত্যু হয়। এদিকে শনিবার দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটন চৌধুরী গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরাররগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটন চৌধুরী নামে এক পাইপ ফিটিংসের মিস্ত্রি নিহত হয়েছে। পরিবারের লোকজন হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে গেছে।

বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা দিদারুল আলম নিহতের বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

বিএনএনিউজ/ নাবিদ/হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ