28 C
আবহাওয়া
৯:২০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » পাচার হওয়া অর্থ ফেরত আনা সরকারের বড় অগ্রাধিকার: অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরত আনা সরকারের বড় অগ্রাধিকার: অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরত আনা সরকারের বড় অগ্রাধিকার:অর্থ উপদেষ্টা

বিএনএ,ঢাকা: পাচার হওয়া অর্থ ফেরত আনতে ওয়াশিংটন থেকে কারিগরি সহযোগিতা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।পাচার হওয়া অর্থ ফেরত আনা সরকারের বড় অগ্রাধিকার। এ নিয়ে টাস্কফোর্স কাজ করছে।

রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স কাজ করছে। এজন্য আলাদা কমিশন গঠনের প্রয়োজন নেই। অর্থ পাচারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য কারিগরি সহায়তা দরকার। তবে কবে নাগাদ টাকা ফেরত আসবে সুনির্দিষ্টভাবে এখনই বলা যাবে না। বাজারে স্বস্তি ফেরাতে সরকারি-বেসরকারি উদ্যােগ কাজ করছে। টিসিবি, ওএমএস, কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে। এর সাথে বেশ কিছু বেসরকারি উদ্যোগও আছে, যা আমরা স্বাগত জানিয়েছি।

তিনি বলেন, ডিমের মতো সবজিসহ অন্য পণ্যের দামেও স্বস্তি আসবে। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির আওতা আরও বাড়ানো হবে। ঢাকার বাহিরেও টিসিবির পণ্য বিক্রি বাড়ানো হবে।
এর আগে, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ৮০ হাজার টন সার কেনার প্রম্তাব অনুমোদন করা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ