29 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » এবার গাজায় গির্জায় হামলা, নিহত ১৮

এবার গাজায় গির্জায় হামলা, নিহত ১৮


বিএনএ, বিশ্বডেস্ক :   গাজা উপত্যকার গ্রিক অর্থডক্স  গির্জায়  ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। গির্জাটিতে গতকাল (বৃহস্পতিবার) রাতে এ  হামলা চালানো হয়।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  যারা ইসরায়েলি আগ্রাসনে উদ্বাস্তু হয়ে এই গির্জায় আশ্রয় নিয়েছিলেন।

ফিলিস্তিনি ভূখণ্ডে এটি হলো সবচেয়ে প্রাচীন গির্জা। যুগ যুগ ধরে এই গির্জা গাজা শহরের সব সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল। সেই হিসাবে ইসরায়েল এবার গাজায় আগ্রাসন শুরু করলে বহু খ্রিস্টান ও মুসলমান সেখানে আশ্রয় নিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

গাজার এই গির্জাকে বিশ্বের তৃতীয় প্রাচীনতম গির্জা বলে মনে করা হয়। গির্জাটি ৪২৫ সালে নির্মিত হয় এবং ১২ শতাব্দিতে তা পুনর্নির্মাণ করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ