34 C
আবহাওয়া
১০:৪৭ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়া-লোহাগাড়ায় ডলু নদীতে আ’লীগ সরকার ৯টি ব্রিজ করেছে:এমপি নদভী

সাতকানিয়া-লোহাগাড়ায় ডলু নদীতে আ’লীগ সরকার ৯টি ব্রিজ করেছে:এমপি নদভী

সাতকানিয়া-লোহাগাড়ায় ডলু নদীতে আ’লীগ সরকার ৯টি ব্রিজ করেছে:এমপি নদভী

বিএনএ, সাতকানিয়া: চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী বলেছেন, ডলু নদীতে ডলুব্রিজ ছাড়া আপনারা আর কোন ব্রিজ দেখেননি অতীতে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ডলু নদীতে সাতকানিয়া -লোহাগাড়ায় একসঙ্গে ৯টা ব্রিজ হয়েছে। সাতকানিয়া-বাঁশখালী সড়কে গাড়িতে চড়ার সময় আগে ঢক্কর ঢক্কর রাস্তায় কলিজা কেঁপে উঠতো। এখন বড় তেলতেলে রাস্তা হয়েছে। এটিও আ’লীগ সরকারের মাধ্যমে আমি করেছি। ব্রিজটিও নতুন করে করার পরিকল্পনা আছে, আ’লীগ সরকারের আমলে ইনশাআল্লাহ এটা হবে।

শুক্রবার(২০ অক্টোবর) উপজেলার গাটিয়াডেঙ্গা এলাকায় ডলু নদীর উপর ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬৯ মিটার একটি সেতুর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এমপি নদভী আরও বলেন, আওয়ামী লীগ সরকার সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের ভাগ্য বদলে দিয়েছে। ভালো রাস্তা ছিলনা, রাস্তা হয়েছে। সরকারি স্কুল ছিলনা, সরকারি স্কুল সহ অসংখ্য মসজিদ মাদ্রাসা করা হয়েছে। সরকারের এই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করতে হলে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।

বিএনএ নিউজ/ সৈয়দ মাহফুজ-উননবী খোকন, ওজি

Loading


শিরোনাম বিএনএ