37 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - মে ৯, ২০২৫
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়া থেমেছে ৩৬৭ রানে

অস্ট্রেলিয়া থেমেছে ৩৬৭ রানে


বিএনএ, ক্রীড়া ডেস্ক :টস জিতে পাকিস্তান বোলিং করলেও অস্ট্রেলিয়া ব্যাটে বড় ধরনের ৩৬৭ রান ছুঁয়েছে।  বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান ব্যাটারদের সামনে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে পাকিস্তান বোলারদের। সেটা এতটাই যে, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। উইকেট পড়েছে ৯টি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান কতদূর যায়, সেটা দেখতে অবশ্য একটু অপেক্ষা করতে হচ্ছে। এদিন ওপেনিং জুটিতে দুই অস্ট্রেলিয়ান ওপেনার তুলে ফেলেন ২৫৯ রান। ডেভিড ওয়ার্নার ও শন মার্শ দুজনেই জোড়া সেঞ্চুরি করেছেন। ওয়ার্নারের ১৬৩ রান তো এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রান।

তাঁর ১২৪ বলের ইনিংস থেমেছে হারিস রউফের বলে শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে।  তাঁর সঙ্গী মার্শ থামেন ১২১ রানে।
অল্পের জন্য ওপেনিং জুটিতে বিশ্বকাপের রেকর্ড জুটি ভাঙতে পারেননি ওয়ার্নার ও মার্শ।

দ্বিতীয় সর্বোচ্চ রানের ওপেনিং জুটি হিসেবে থেমেছেন ওয়ার্নার ও মার্শ। সর্বোচ্চ ২৮২ রানের জুটিটি তিলেকরত্নে দিলশান ও উপল থারাঙ্গার কাছে অক্ষত আছে।

বিএনএ নিউজ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ