27 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাশিয়ার কাছ থেকে এলএনজি কেনার আলোচনা করছে পাকিস্তান

রাশিয়ার কাছ থেকে এলএনজি কেনার আলোচনা করছে পাকিস্তান

রাশিয়ার কাছ থেকে এলএনজি কেনার আলোচনা করছে পাকিস্তান

বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তান রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার জন্য মস্কোর সঙ্গে আলোচনা করছে। রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শাফকাত আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়ার বার্তা সংস্থার তাসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য ফাঁস করেন। শাফকাত আলী খান বলেন, দুই দেশ বর্তমানে এলএনজি কেনার ব্যাপারে আলোচনা করছে এবং পাকিস্তানে যে গ্যাসের সংকট চলছে তার দ্রুত সমাধানের পথ হচ্ছে পাইপলাইন বসানো।

রাষ্ট্রদূত বলেন, “পাকিস্তান ও রাশিয়ার মধ্যে পাইপ লাইনের অবকাঠামো না থাকার কারণে আপাতত জরুরি প্রয়োজন মেটানোর জন্য প্রাথমিকভাবে জাহাজে করে প্রাকৃতিক গ্যাস আনা হবে। আমরা রাশিয়ার সাথে এ ব্যাপারে আলোচনা শুরু করেছি এবং রাশিয়া থেকে আমরা এলএনজি কিনতে খুবই আগ্রহী। পাইপ লাইনের বিষয়টি পরে ঠিক করা হবে।”

আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ার কারণে পাকিস্তানের জালানি নিরাপত্তা মারাত্মক সংকটের মধ্যে পড়েছে এবং তা অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দাঁড়িয়েছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ