22 C
আবহাওয়া
৪:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কার সাথে

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কার সাথে


বিএনএ, স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হয় টুর্নামেন্টটি। নির্ধারিত সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকায় বাংলাদেশকে এবার খেলতে হচ্ছে না গ্রুপ পর্ব। সরাসরি সুপার টুয়েলভে খেলবে সাকিব আল হাসানের দল।

সুপার টুয়েলভে বাংলাদেশের অধিকাংশ খেলা শুরু হবে সকালে। কেবল ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচটি শুরু হবে দুপুরে।

বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্ব পেরিয়ে আরও দুটি দল যুক্ত হবে এই গ্রুপে। ‘এ’ গ্রুপের রানার্সআপ ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা যোগ দেবে সাকিব-বিরাট কোহলিদের গ্রুপে।

আগামী ২৪ অক্টোবর হোবার্টের বেলরিভ ওভালে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

এরপর ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এক ঘণ্টা আগেই মাঠে নামবে টাইগাররা, খেলাটি শুরু হবে সকাল ৯টায়।

৩০ অক্টোবরও একই সময়ে মাঠে নামবে বাংলাদেশ। ব্রিসবেনের গ্যাবায় ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের এক নম্বর দল।

ভারতের মুখোমুখি হবে ২ নভেম্বর। সেদিন অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় দুপুর দুইটায় খেলাটি অনুষ্ঠিত হবে।

আর পাকিস্তানের সঙ্গে সুপার টুয়েলেভে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৬ নভেম্বর সকাল ১০টায় অ্যাডিলেড ওভালে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তারিখ                          প্রতিপক্ষ                                              ভেন্যু           বাংলাদেশ সময়

২৪ অক্টোবর               কোয়ালিফায়ার ‘এ’ গ্রুপ রানার্সআপ : হোবার্ট         সকাল ১০টা

২৭ অক্টোবর               দক্ষিণ আফ্রিকা                                      সিডনি       সকাল ৯টা

৩০ অক্টোবর              কোয়ালিফায়ার ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন      ব্রিসবেন      সকাল ৯টা

২ নভেম্বর                    ভারত                                                    অ্যাডিলেড  দুপুর ২টা

৬ নভেম্বর                  পাকিস্তান                                               অ্যাডিলেড   সকাল ১০টা

 

এরপর ৯ ও ১০ নভেম্বর হবে সেমির লড়াই। এরপর ১৩ নভেম্বর মেলবোর্নের এমসিজিতে ফাইনাল দিয়ে পর্দা নামবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র