27 C
আবহাওয়া
৩:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ১৮+বয়সীরাও পাবেন করোনার টিকা

১৮+বয়সীরাও পাবেন করোনার টিকা

করোনার টিকা

বাংলাদেশ সরকার করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের জন্য বয়সসীমা কমিয়ে ১৮ বছর নির্ধারণ করেছে। মঙ্গলবার(১৯অক্টোবর) থেকে ১৮ এবং তার বেশি বয়সের যে কোন নাগরিক সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারছেন।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

সরকারের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমে দেশের জনগণের জন্য প্রয়োজনীয় করোনার টিকা আমদানী করা হচ্ছে। বাংলাদেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে। গত সোমবার রাতে সিনোফার্মের ১০ লাখ ডোজ ও অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান ঢাকায় পৌঁছায়। তাছাড়া ২১ অক্টোবর(বৃহস্পতিবার) রাতে সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসার কর্মসূচি রয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ