30 C
আবহাওয়া
১২:২৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » লোহাগাড়ায় বনবিভাগের ভূমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টা

লোহাগাড়ায় বনবিভাগের ভূমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টা

লোহাগাড়ায় বনবিভাগের ভূমিতে পাকা ঘর

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বিট এলাকায় অবৈধভাবে বনবিভাগের ভূমিতে নির্মিত ২টি পাকা ঘর ভেঙ্গে দিয়েছে বনবিভাগ। বুধবার(২০ অক্টোবর) দুপুরে বন কর্মকর্তারা এক অভিযানে এ সব ঘর ভেঙ্গে দেন।অভিযানে নেতৃত্ব দেন চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ শাহিনুর রহমান বিপ্লব।

জানা যায়, উপজেলার চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বিটের শুধাংসু পাহাড় এলাকা এবং আলি পাড়া এলাকায়  বনবিভাগের জায়গায় ২টি ঘর নির্মাণ করে বসবাস করছিল কথিত ভূমিদস্যুরা। তারা ঘর ২টিকে অবৈধভাবে পুনরায় পাকা করছিল। খবর পেয়ে দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশে বনবিভাগের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ঘর দুটি ভেঙ্গে গুড়িয়ে দেয়।

চুনতি বনরেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বিপ্লব জানান, চুনতি রেঞ্জাধীন হারবাং বিটের শুধাংশু পাহাড় ও আলী পাড়ায় বনবিভাগের ভূমিতে ২টি নতুন করে পাকা দালান নির্মাণ করছিল একটি চক্র। আমরা সেখানে খবর পেয়ে ঘরগুলো ভেঙ্গে গুড়িয়ে দিই, বনবিভাগের জায়গা উদ্ধার করি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

বিএনএনিউজ২৪, রায়হান সিকদার, জিএন

Loading


শিরোনাম বিএনএ