বিএনএ, লাকসাম : কুমিল্লার লাকসামে ৩০০ শিক্ষার্থীর হাতে বাই সাইকেল তুলে দিয়েছে আবুল কালাম ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। স্কুলে আসা-যাওয়ার সুবিধার্থে সাইকেলগুলো দেয়া হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টায় আবুল কালাম হাই স্কুলের মাঠে উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম শিক্ষার্থীদের বাই সাইকেল উপহার দেন।
এ বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম বলেন, স্কুলের ছাত্ররা বহুদূর-দূরান্ত থেকে পড়তে আসে এই স্কুলে। অনেক সময় ছাত্ররা যথা সময়ে স্কুলে আসতে তাদের সমস্যা হয়। তাই ছাত্রদের স্কুলে আসার সুবিধার্থে ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুলের তিন শতাধিক ছাত্রের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়। ছাত্ররা যথাসময়ে স্কুলে আসার সুবিধার্থে এই সাইকেলগুলো বিতরণ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জামাল নাছের, আবুল কালাম হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান মোল্লা, চৌয়ারা কলেজের প্রভাষক সরোয়ার জাহান দোলনসহ স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
বিএনএনিউজ/এইচ.এম।