22 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ঈদ-এ-মিলাদুন্নবী (সা.): চট্টগ্রামে লাখো জনতার অংশগ্রহণে জশনে জুলুস

ঈদ-এ-মিলাদুন্নবী (সা.): চট্টগ্রামে লাখো জনতার অংশগ্রহণে জশনে জুলুস

ঈদ-এ-মিলাদুন্নবী (সা.): চট্টগ্রামে লাখো জনতার অংশগ্রহণে জশনে জুলুস

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে স্বাস্থ্যবিধি অনুসরণ করে লাখো জনতার অংশগ্রহণে জশনে জুলুস(পবিত্র শোভা যাত্রা) বের করা হয়। হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্র (মা.জি.আ)’র নেতৃত্বে বুধবার(১২রবিউল আউয়াল,২০অক্টোবর) সকাল ৮টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে জুলুস আরম্ভ হয়।

জশনে জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ, অলিখাঁ মসজিদ, কেয়ারী মোড়, চট্টগ্রাম কলেজ, গণি বেকারী (ডানে মোড়), খাস্তগীর স্কুল (ডানে মোড়), আসকারদিঘী, কাজীর দেউড়ি (ডানে মোড়), আলমাস (বামে মোড়), ওয়াসা (ডানে মোড়), জিইসি, ২ নম্বর গেট, পুনরায় মুরাদপুর (বামে মোড়), বিবিরহাট প্রদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে পুনরায় জমায়েত,সেখানে দুপুর ১২টায় মাহফিল শুরু হয়।

বিএনএ নিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র