28 C
আবহাওয়া
৫:৩২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » গ্রাহকদের কল রেকর্ড এবং এসএমএস হাতিয়ে নিল হ্যাকাররা

গ্রাহকদের কল রেকর্ড এবং এসএমএস হাতিয়ে নিল হ্যাকাররা

গ্রাহকদের কল রেকর্ড এবং এসএমএস হাতিয়ে নিল হ্যাকাররা

বিএনএ বিশ্ব ডেস্ক: বিভিন্ন দেশের গ্রাহকদের মোবাইল ফোনে ঢুকে কল রেকর্ড এবং এসএমএস হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এজন্য তারা  সম্পূর্ণ নতুন একটি টুল ব্যবহার করেছে।

মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক জানিয়েছে, ‘লাইটবেসিন’ নামের হ্যাকার দলটি তথ্য সংগ্রহের জন্য যে বিশেষায়িত টুল ব্যবহার করেছে তা আগে কখনো ব্যবহৃত হয়নি।

ক্রাউডস্ট্রাইক’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মায়ার্স বলেছেন, ২০১৬ থেকে সক্রিয় এই হ্যাকার গোষ্ঠী। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের কর্মকাণ্ড চোখে পড়তে শুরু করেছে। চক্রটি সর্বাধুনিক প্রযুক্তি এবং টুল ব্যবহার করছে। টুলটি বিনা বাধায় সুনির্দিষ্ট তথ্য বের করে আনতে সক্ষম বলেও জানান তিনি।

অ্যাডাম মায়ার্স বলেন, বিভিন্ন দেশে সাইবার হামলার নথি পর্যালোচনা করে ‘লাইটবেসিন’র হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কোনও দেশে তাদের হামলার শিকার হয়েছে কি-না, তা পরীক্ষা করার জন্য এই হামলার একটি সম্ভাব্য ছক প্রয়োগ করে দেখারও আহ্বান জানিয়েছে ক্রাউডস্ট্রাইক।

এই হামলার পেছনে কার হাত রয়েছে তা খোলাসা না করলেও অ্যাডাম মায়ার্স বলেন, এর পেছনে চীনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ